প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৬, ৯:৪৭ অপরাহ্ণ
আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদকবিরোধী অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্র জানায়, সোমবার (১২ জানুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টা ৪০ মিনিটে আখাউড়া থানার এসআই (নিরস্ত্র) সামছুল হকের নেতৃত্বে একটি পুলিশ দল ওয়ারেন্ট তামিল ও মাদকদ্রব্য উদ্ধার ডিউটি পালনকালে অভিযান পরিচালনা করে। এ সময় আখাউড়া থানাধীন মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ–মাঝিগাছা সড়কের বর্ধনবাড়ী মহাশ্মশান সংলগ্ন পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি আমির হামজা (৪২)। তিনি আলাবুদ্দিনের ছেলে ও রূপচান বেগমের সন্তান। তার বাড়ি মনিয়ন্দ ইউনিয়নের মধ্যপাড়া এলাকায়।
পুলিশ জানায়, তার কাছ থেকে উদ্ধারকৃত ৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ তালিকা অনুযায়ী জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণি ১০(ক) অনুযায়ী আখাউড়া থানায় একটি মামলা রুজু করা হয়েছে। মামলার নম্বর-১০, তারিখ-১২/০১/২০২৬ ইং। মামলার বাদী হিসেবে দায়িত্ব পালন করছেন এসআই (নিরস্ত্র) সামছুল হক।
গ্রেফতারকৃত আসামিকে আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.