মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জানাউড়া সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে ফ্রীজ ও টিভি কাপ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাত ৯টায় জানাউড়ায় বাজার সংলগ্ন মাঠে সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ টুর্নামেন্টের শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থেকে খেলাটি উদ্ভোধন করেন সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন,সাবেক সাধারন সম্পাদক মোঃ আজির উদ্দিন, সাংবাদিক রুবেল আহমেদ, যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক দক্ষিণা বিশ্বাস, ছাত্রদল নেতা সেলিম আহমেদ, যুবদল নেতা হেলাল উদ্দিন কালা, ছাত্রদল শ্রীমঙ্গল উপজেলার আহবায়ক জালাল উদ্দীন, ছাত্রদল নেতা মুস্তাফিজুর রহমান তপু,ছাত্রদল নেতা জেরিন আহমদ,কালাম, ওয়াহিদ,নাজমুলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।
সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থার সাবেক সভাপতি মোঃ শাহাব উদ্দিন বক্তব্যে বলেন, সবুজ বাংলা সমাজ কল্যাণ সংস্থা ১৯৯৭ সালের ১৫ জানুয়ারি আমি ও আজির যৌথ উদ্যোগে প্রতিষ্ঠা করি। প্রতিষ্ঠালগ্ন থেকে এ সংস্থাটি সামাজিক উন্নয়ন,ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আজও সংস্থাটি সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে এবং সমাজের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এই ধরনের আয়োজন গ্রামীণ ক্রীড়ার বিকাশ, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে উদ্বুদ্ধ করা এবং সামাজিক সম্প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এমনটাই প্রত্যাশা করেন। এ টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন স্থানের ফুটবল দল অংশ গ্রহণ করবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.