মোঃ সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের পটিয়া উপজেলায় যাত্রীবাহী বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহত যুবকের নাম মো. ইমন (২৪)। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার সহযাত্রী মো. নয়ন (২০)।
তাদের দুজনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কঞ্চননগর শাহছুফিবাড়ি এলাকায় বলে জানা গেছে। আহত নয়ন ওই এলাকার মো. জসিমের ছেলে বলে জানা গেছে। গত শনিবার (১০ জানুয়ারি) রাতে চট্টগ্রাম- কক্সবাজার মহাসড়কের পটিয়া বাইপাসের ইন্দ্রপুল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয়রা জানান, মোটরসাইকেলে করে দুই বন্ধু বাড়ির যাওয়ার পথে পেছন দিক থেকে দ্রুতগতির আল্লাহ মহান নামের একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ইমনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত নয়নকে উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হারুনুর রশিদ জানান,অভিযোগের প্রেক্ষিতে এঘটনায় মামলা রুজু হয়েছে। গাড়িটি জব্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.