প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৬, ৩:৩২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১০, ২০২৬, ৯:৪৩ অপরাহ্ণ
পীর আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের আগমন ঘটেছে-শাহজাহান চৌধুরী

সৈকত দাশ ইমন, দক্ষিণ চট্টগ্রাম প্রতিনিধি:
সাবেক সংসদ সদস্য আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন ,পীর আউলিয়াদের মাধ্যমে এদেশে ইসলামের আগমন ঘটেছে। নবী রাছুলদের দায়িত্ব পালনে ছুফি দরবেশদের ভুমিকা অপরিসীম। তাদের ত্যাগ ও অক্লান্ত পরিশ্রমের ফসল আজ বার আউলিয়ার আবাসভুমি চট্টগ্রাম।
সিলেটের হযরত শাহ জালাল (র) সহ ৩৬০ অলি, চট্টগ্রামের বার আউলিয়াগনের ধারাবাহিকতায় দিল্লীর জামে মসজিদের সাবেক ইমাম ভারতে ইসলামের প্রচারের পাশাপাশি এদেশে ইসলাম প্রচারে ব্যাপকতায় অনন্য ভুমিকা রেখেছেন শাহ ফকির মাওলানা (র) যিনি মাদার্শার জমিনে শায়িত আছেন।
ফকির মাওলানা (র) এর অসংখ্য কারামত রয়েছে, তার মধ্যে পেট কামরী রোগ ভাল হয়ে যাওয়া, হারিয়ে যাওয়া জিনিস প্রাপ্তি অন্যতম। উনার সান্নিধ্যে এসে মানুষ স’চরিত্রবান হয়েছে।সাতকানিয়ার মাদার্শা শাহ ফকির মাওলানা (র) একাডেমী ময়দানে ৫-৭ জানুয়ারী ৯৮ তম ওরশ ফাতিহা মিলাদুন্নবী (স) ও সীরতুন্নবী (স) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দরবারের পীর আলহাজ মাওলানা মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ও সালাউদ্দিন মানিকের সঞ্চালনায় অনুষ্টিত মাহফিলে তকরির করেন, ড. মাও: মহিউদ্দিন মাহবুব, মুফাচ্ছির মাওলানা মুরশেদুল আলম, মাও:নিজাম উদ্দিন,মাওলানা আবদুল মালেক, মাওলানা জকরিয়া হাবিবী, বক্তব্য রাখেন ডা:নুরুল হক, শাহজাদা সাইফুল ইসলাম, দরবারে ফারুকী ইংল্যান্ডের খলিফা মাওলানা মুহাম্মদ মোজহেরুল কাদের ফারুকীর সমাপণী বক্তব্যে দেশ ও জাতির কল্যানে বিশেষ মুনাজাত করা হয়। মাহফিলে একাডেমীর সাবেক কৃতি ছাত্র বিজ্ঞ জজ ও মেডিকেলে নির্বাচিত শিক্ষার্থীদের সবংর্ধনা সহ ফ্রি মেডিকেল ক্যাম্পে বিপুল সংখ্যক রোগীদের চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.