মোহাম্মদ আসিফ, চট্টগ্রাম :
চট্টগ্রাম নগরীর হালিশহর থানাধীন চৌধুরী পাড়া কেন্দ্রের নির্বাচন কার্যক্রম সুষ্ঠু ও সফলভাবে পরিচালনার লক্ষ্যে একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত এই কমিটিতে আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ তসলিম এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন পারভেজ আলম।
স্থানীয় নেতাকর্মীদের উপস্থিতিতে অনুষ্ঠিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন, আগামী নির্বাচনে সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও সুসংগঠিত করতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাশাপাশি কেন্দ্রভিত্তিক ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং নির্বাচনকালীন দায়িত্ব পালনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
নবনির্বাচিত আহবায়ক মোহাম্মদ তসলিম ও সদস্য সচিব পারভেজ আলম দায়িত্ব পাওয়ায় তাদের প্রতি আস্থা প্রকাশ করে স্থানীয় নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তারা দ্বীন চৌধুরী পাড়া কেন্দ্রে নির্বাচন পরিচালনায় দক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করবেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.