বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দল, পাঁচলাইশ থানার উদ্যোগে চট্টগ্রাম-১০ আসনের নির্বাচনী এলাকা দুই নম্বর গেট ষোলশহর এবাদত খানা মসজিদে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম. নাজিম উদ্দিন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও পাঁচলাইশ থানা বিএনপির নেতা জসিম উদ্দিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা নির্মাণ শ্রমিক দলের সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ ফরিদ, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক মো. হানিফ, প্রচার সম্পাদক মোহাম্মদ জাবেদ। এছাড়াও উপস্থিত ছিলেন পাঁচলাইশ থানা নির্মাণ শ্রমিক দলের সভাপতি হেলাল, কুসুম, আসলাম খোকন, মুসলিম সিদ্দিক, কামাল বরুণ বড়ুয়া, মাজু মিয়া, ইসমাইল, গফুর, সালাম, মনির, নাসিম ও রফিক, মোহাম্মদ ইসলামসহ শ্রমিক দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
বক্তারা তাদের বক্তব্যে মরহুমা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর অবদান এবং দেশের জন্য তাঁর ত্যাগের কথা স্মরণ করেন। তারা বলেন, খালেদা জিয়া ছিলেন আপসহীন নেতৃত্বের প্রতীক, যিনি আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় সংগ্রাম করে গেছেন।
দোয়া মাহফিল শেষে মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দোয়া করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.