
অ্যাশেজ সিরিজের শেষ টেস্টে সিডনিতে সফরকারী ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়েছে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) ম্যাচ শেষ হওয়ার মধ্য দিয়ে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ৪–১ ব্যবধানে নিজেদের দখলে রাখল স্বাগতিক অজিরা।
এই সিরিজে ইংল্যান্ড মাত্র একটি টেস্টে জয়ের স্বাদ পেয়েছে। মেলবোর্নে অনুষ্ঠিত সেই ম্যাচে ৪ উইকেটের জয়ই ছিল চলতি অ্যাশেজে তাদের একমাত্র সাফল্য।
সিডনি টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্লেয়ার অব দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন ট্রাভিস হেড। তিনি দুই ইনিংসে করেন ১৬৩ ও ২৯ রান। আর পুরো সিরিজে ৫ টেস্টে ৩১ উইকেট শিকার করে প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন অস্ট্রেলিয়ার পেস তারকা মিচেল স্টার্ক।
পঞ্চম দিনের শুরুতে ৮ উইকেটে ৩০২ রান নিয়ে খেলতে নামে ইংল্যান্ড। নতুন বল নেওয়ার পর মাত্র ৮.২ ওভার টিকতে পেরেছে তারা। ৮৮.২ ওভারে ৩৪২ রানে অলআউট হয় সফরকারীরা।
আগের দিন ১৪২ রানে অপরাজিত থাকা বেথেল বৃহস্পতিবার আর মাত্র ১২ রান যোগ করতে সক্ষম হন। ২৬৫ বল মোকাবিলা করে ১৫টি চারের সাহায্যে তার ১৫৪ রানের দুর্দান্ত ইনিংস শেষ হয় মিচেল স্টার্কের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে।
ইংল্যান্ডের দেওয়া ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বরাবরের মতোই আক্রমণাত্মক শুরু করেন ট্রাভিস হেড। ওপেনার জ্যাক ওয়েদারাল্ডকে সঙ্গে নিয়ে তিনি যোগ করেন ৬২ রান। আগের ইনিংসে শতক করা হেড এদিন ৩৫ বলে ২৯ রান করে টাংয়ের বলে আউট হন। দলীয় ৭১ রানে ৪০ বলে ৩৪ রান করা ওয়েদারাল্ডও একই বোলারের বলে পটসের হাতে ক্যাচ দেন।
অধিনায়ক স্টিভ স্মিথ প্রথম ইনিংসে সেঞ্চুরি করলেও শেষ ইনিংসে উইল জ্যাকসের বলে ১২ বলে ১২ রান করে বিদায় নেন। টেস্ট ক্রিকেটকে বিদায় জানানো উসমান খাজা থেমেছেন ৬ রানে।
মারনাস লাবুশেন স্বভাবসুলভ ছন্দে খেললেও ৪০ বলে ৩৭ রান করে রানআউট হয়ে ফেরেন। ১২১ রানে পঞ্চম উইকেট হারায় অস্ট্রেলিয়া।
তবে এরপর অ্যালেক্স ক্যারি ও ক্যামেরন গ্রিনের দৃঢ়তায় সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। ক্যারি ১৬ ও গ্রিন ২২ রানে অপরাজিত থেকে দলকে জয় এনে দেন।
এই জয়ের মাধ্যমে অ্যাশেজ সিরিজে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করল অস্ট্রেলিয়া।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.