
শ্রীমঙ্গল প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ২ নং ওয়ার্ডের কালিঘাট রোডে অবস্থিত শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক পাঠদান নুমতির সনদ পেয়েছে। গত মঙ্গলবার মৌলভীবাজার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ সফিউল আলম স্বাক্ষরিত চিঠির মাধ্যমে জানানো হয়েছে,'বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩' এর বিধি ৪ এর উপ-বিধি (৫) এর অধীন প্রাথমিক শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলকে 'পাঠদান অনুমতি সনদ' প্রদান করা হলো। চিঠির স্মারক নং : ৩৮.০১.৫৮০০,০০০,৪৭,০০২.২৬-৪৪।
অবগতি ও প্রয়োজনীয় কার্যার্থে চিঠির অনুলিপি প্রেরণ করা হয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, জেলা প্রশাসক মৌলভীবাজার, প্রাথমিক শিক্ষা সিলেট বিভাগের বিভাগীয় উপপরিচালক ও শ্রীমঙ্গল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর। পাঠদান অনুমতির বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলের প্রধান শিক্ষক মো. এহসানুল হক বলেন, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় নিবন্ধন বিধিমালা, ২০২৩-এর আওতায় পাঠদানের আনুষ্ঠানিক স্বীকৃতি লাভ করেছে। গতকাল জেলা প্রাথমিক শিক্ষা অফিসার চিঠির মাধ্যমে পাঠদান অনুমতি সনদ প্রদান করেন। আনুষ্ঠানিক পাঠদান স্বীকৃতির মাধ্যমে শিক্ষার মানোন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম আরো গতিশীল হবে।
প্রসঙ্গত, মানসম্মত ও যুগোপযোগী শিক্ষা প্রদানের অঙ্গিকার নিয়ে ২০১৭ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি উপজেলার অন্যতম সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ইতোমধ্যে পরিচিতি লাভ করেছে। প্রতিষ্ঠার পর থেকে স্কুলের শিক্ষার্থীরা প্রাথমিক সমাপনী পরীক্ষা, সরকারি-বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলসহ বোর্ড পরীক্ষায় জিপিএ-ফাইভ অর্জনের পাশাপাশি শতভাগ পাশের রেকর্ড।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.