চট্টগ্রামের খাদ্যপ্রেমীদের জন্য সুখবর। ঐতিহ্যবাহী স্বাদে তৈরি দুলাভাইয়ের হাড়ি রাঁধার কষা নিয়ে চট্টগ্রামে যাত্রা শুরু করেছে জনপ্রিয় দুলাভাইয়ের দোকান। ঘরোয়া পরিবেশে ধীর আঁচে রান্না করা এই বিশেষ কষা প্যাকেজ ইতোমধ্যেই খাবারপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।
দুলাভাইয়ের দোকানে পাওয়া যাচ্ছে সুস্বাদু হাঁস মাংসের কষা, সঙ্গে নরম রুটি ও অন্যান্য ঐতিহ্যবাহী পদ। বিশেষ মশলার সংমিশ্রণ ও হাড়ি রাঁধার পদ্ধতিতে রান্না করায় খাবারে রয়েছে আলাদা ঘ্রাণ ও অতুলনীয় স্বাদ, যা গ্রাহকদের বারবার টেনে আনছে।
প্রতিষ্ঠানটির ঠিকানা চট্টগ্রামের সাগরিকা গোল চত্বর এলাকায়, রাশমনিঘাট পুলিশ বক্সের বিপরীত পাশে। সহজ যোগাযোগ ও মানসম্মত খাবারের কারণে অল্প সময়েই এটি স্থানীয়দের আস্থার জায়গা করে নিয়েছে।
দুলাভাইয়ের দোকানের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রাহকদের সন্তুষ্টিই তাদের মূল লক্ষ্য। তাই স্বাস্থ্যসম্মত পরিবেশে, ন্যায্য মূল্যে মানসম্মত খাবার পরিবেশন করা হচ্ছে। এছাড়া বিশেষ অর্ডার ও প্যাকেজ সুবিধাও রয়েছে।
খাবারের ঐতিহ্যবাহী স্বাদ উপভোগ করতে আগ্রহীরা বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন ০১৮৭৮-৭৮৫৬৮০ নম্বরে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.