ব্যাুরো অফিস ইউরোপ :
শৃঙ্খলা ও কঠোর নিয়মের মধ্য দিয়ে ইতালির পাদোভা শহরে মিলান কনস্যুলেট অফিসের আয়োজনে তিন দিন ব্যাপী কনস্যুলেট সেবা কোন প্রকার বিশ্রীংখলা ছাড়াই সম্পন্ন হয়েছে ।
এসোসিয়েশন বাংলাদেশী দি পাদোভা ও ইসলামী কালচার সেন্টার পাদোভার সার্বিক সহযোগিতায় এই কনস্যুলেট সেবায় ভেনেতো বিভাগের বিভিন্ন শহরে বসবাসরত প্রায় ৩ হাজার প্রবাসী বাংলাদেশীরা সেবা গ্রহন করেন । পাদোভা বাংলাদেশ কমিউনিটির সফিকুল ইসলাম স্বপন , আশিকুর রহমান ইউসুফ , রফিক সৈয়াল , মোহাম্মদ মনির নূরু , ও জাকির ভূইয়ার অক্লান্ত পরিশ্রমে দীর্ঘ কয়েক বছর পর পাদোভার ভিয়া ভিয়াল্লে আরচেল্লা , কাজা দি কুয়ার্তিয়েরে তে সুশৃঙ্খল একটি কনস্যুলেট সেবা দেখতে পেলো ভোনেতোবাসী। তিন দিনের কনস্যুলেট সেবায় পাসপোর্ট নবায়ন , ও নবায়ন কত পাসপোর্ট বিতরন, সার্টিফিকেট গ্রহন ও প্রদান , নো ভিসা আবেদন গ্রহন ও প্রদান সহ নানা অজানা পরামর্শ গ্রহন করেন প্রবাসী বাংলাদেশীরা। সে সময় মিলান কনস্যুলেট অফিসের কনসাল জেনারেল রফিকুল আলম সহ কমিউনিটি নেতৃবৃন্দ তিন দিনের সেবা নিয়ে কথা বলেন, এবং আগামীতে আরো ভালোভাবে প্রবাসীদের সেবা প্রদানের প্রত্যাশা ব্যাক্ত করেন। সে সময় সেচ্ছায় অনেকেই সেবা গ্রহীতাদের সহযোগিতার জন্য সেবা প্রদানের জন্য কাজে যুক্ত হন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.