বিলাইছড়ি প্রতিনিধি:
৩০ ডিসেম্বর, ২০২৫ সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রয়াণে বিলাইছড়ি উপজেলা বিএনপি ও সর্বস্তরের মানুষের গভীর শোক। বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন নেত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-র প্রয়াণে রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা বিএনপি, সকল অঙ্গ ও সহযোগী সংগঠন এবং উপজেলার সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমরা গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।
মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বিলাইছড়ির প্রিয় নেত্রী: দুর্গম পাহাড়ের উন্নয়ন ও বিলাইছড়ির অবহেলিত মানুষের অধিকার রক্ষায় বেগম খালেদা জিয়ার অবদান আমরা চিরদিন কৃতজ্ঞতার সাথে স্মরণ করব। পাহাড়ের সাধারণ মানুষের জন্য তাঁর মমতা ছিল অকৃত্রিম।
গণতন্ত্রের সূর্য চিরবিদায়: তাঁর মৃত্যুতে বাংলাদেশ শুধু একজন সাবেক প্রধানমন্ত্রীকে হারায়নি, বরং হারিয়েছে গণতন্ত্রের এক অতন্দ্র প্রহরীকে। তাঁর অভাব জাতীয়তাবাদী রাজনীতির ইতিহাসে এক অপূরণীয় শূন্যতা।
দোয়া ও প্রার্থনা: আমরা পরম করুণাময় আল্লাহর কাছে প্রার্থনা করি, তিনি যেন এই মহীয়সী নেত্রীকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং তাঁর পরিবারকে এই শোক সইবার শক্তি দান করেন। "বিলাইছড়ির পাহাড়ের প্রতিটি ধূলিকণা আজ শোকাতুর। হে প্রিয় নেত্রী, আপনার আপোষহীন আদর্শ আমাদের হৃদয়ে চিরকাল অমর হয়ে থাকবে।"
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.