মো. সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়ায় হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে পণ্যবাহী ট্রাকের সংঘর্ষে এক চালক নিহত হয়েছেন। রবিবার (২৮ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন আরও চারজন। দুর্ঘটনায় নিহত ট্রাক চালক মো. সালাম (৫৫) বগুড়ার আকতার মিয়ার ছেলে।
আহতরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার জাহেদুল ইসলাম (২৬), জাকির ইসলাম (৩০), সাকিব উল হাসান (১৭) এবং নাসরিন সুলতানা (২৯)। জানা গেছে, রাতে কক্সবাজার থেকে ছেড়ে আসা ঢাকামুখী হানিফ পরিবহনের একটি বাস আমজুরহাট এলাকায় পৌঁছালে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। খবর পেয়ে পটিয়া ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে।
বিষয়টি নিশ্চিত করেছেন পটিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাজেশ বড়ুয়া। তিনি বলেন, দুর্ঘটনায় গুরুতর আহত ট্রাক চালককে উদ্ধার করে পটিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে পুলিশের হেফাজতে রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.