স্টাফ রিপোর্টার:
বিশ্বের বিভিন্ন শহরে দিন দিন বাড়ছে বায়ুদূষণ। দীর্ঘদিন ধরেই এই দূষণের মারাত্মক প্রভাবের মুখে রয়েছে বাংলাদেশের মেগাসিটি ঢাকা। সাম্প্রতিক সময়ে রাজধানীর বায়ুমান কিছুটা উন্নতির ইঙ্গিত দিলেও আবারও বাড়তে শুরু করেছে দূষণ, যা নতুন করে উদ্বেগ তৈরি করেছে নগরবাসীর মধ্যে।
আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্যানুযায়ী, সোমবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ১৫৭। এই স্কোর অনুযায়ী রাজধানী ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় দশম অবস্থানে রয়েছে। আইকিউএয়ারের মানদণ্ডে ১৫১ থেকে ২০০ একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
একই সময়ে ভারতের রাজধানী দিল্লি ৪৩৭ একিউআই স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ের অনেক ওপরে। তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের আরেক শহর কলকাতা, যার একিউআই স্কোর ২৩১। তৃতীয় অবস্থানে রয়েছে ভিয়েতনামের রাজধানী হ্যানয় (২০২), চতুর্থ স্থানে পাকিস্তানের করাচি (১৯২) এবং পঞ্চম অবস্থানে রয়েছে চীনের ছেংদু, যার একিউআই স্কোর ১৭২।
বিশেষজ্ঞদের মতে, শীত মৌসুমে নির্মাণকাজ, যানবাহনের ধোঁয়া, শিল্পকারখানার নির্গমন এবং আবহাওয়াজনিত কারণে ঢাকার বাতাসে ক্ষতিকর কণার পরিমাণ বেড়ে যায়। ফলে এ সময় বায়ুদূষণের মাত্রা দ্রুত বৃদ্ধি পায়।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বাতাসকে ‘ভালো’ ধরা হয়, ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি’। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলা হয়, যা সাধারণ মানুষের স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ ও শ্বাসকষ্টসহ বিভিন্ন রোগে আক্রান্ত ব্যক্তিদের বাড়ির ভেতরে থাকার পরামর্শ দেওয়া হয় এবং অন্যদের বাইরের কার্যক্রম সীমিত রাখতে বলা হয়। ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে ধরা হয়, যা নগরবাসীর জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.