নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে তাঁর আগমনকে স্বাগত জানিয়ে বুধবার সকালে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য ও ভালুকা পৌর বিএনপির আহবায়ক আলহাজ্ব হাতেম খানের নেতৃত্বে শুভেচ্ছা র্যালী করেছে ভালুকা পৌর বিএনপি। শুভেচ্ছা র্যালীটি মেঘার মাঠ থেকে বের হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক ও পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় মেঘার মাঠে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়।
আলোচনা সভা ও শুভেচ্ছা র্যালীতে উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, আবু তাহের ফকির, জহির রায়হান, শ্রী স্বপন বণিক, পৌর বিএনপির সদস্য আমিনুল ইসলাম পাপ্পু, ভালুকা উপজেলা কৃষকদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মোঃ আলম খান, পৌর বিএনপি নেতা ফজলুল হক, পৌর মহিলা দলের সভাপতি গোলাপী আক্তার, পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মোবারক হোসেন মোল্লা, পৌর মৎস্যজীবী দলের আহবায়ক মোঃ আমিনুল ইসলাম খান, সদস্য সচিব আসাদুজ্জামান জনি, ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সদস্য ও পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক রুহুল আমিন, ভালুকা পৌর ছাত্রদলের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও ভালুকা পৌর যুবদল নেতা ইফরাত হোসেন (খান সোহাগ), পৌর মহিলা দলের সাংগঠনিক সম্পাদক শেফালী আক্তার, সিনিয়র সহ-সভাপতি নাসরিন সুলতানা চায়না, যুগ্ন সাধারণ সম্পাদক নাজমা আক্তার প্রমুখ। এছাড়াও পৌর বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2026 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.