সন্দ্বীপে বিমানবন্দর স্থাপনের দাবিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গত (২ মার্চ) বিকাল ৩ টায় সন্দীপ বিমানবন্দর বাস্তবায়ন পরিষদের উদ্যোগে স্থানীয় পৌরসভার তালুকদার মার্কেট সংলগ্ন বেরিবাধের পাদদেশে এ সভা অনুষ্ঠিত হয়।
পরিষদের আহবায়ক বাংলাদেশ বিমান এয়ারলাইন্স এর প্রাক্তন উপ-প্রধান প্রকৌশলী তামজীদ রহমান এতে সভাপতিত্ব করেন।সদস্য সচিব শাহাদাৎ হোসেন আশরাফ এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব মাহফুজুর রহমান মিতা।
এসময় তিনি বলেন, আমরা ইতিমধ্যে জানতে পেরেছি সন্দ্বীপে বিমানবন্দরের জন্য অনেক পূর্বেই জমি অধিগ্রহণ করা হয়েছে।বিমানবন্দর স্থাপনের জন্য এটি একটি আস্বস্তের বিষয়। আমি বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আনার চেষ্টা করবো এবং জাতীয় সংসদে উপস্থাপন করবো।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মাস্টার শাহজাহান বিএ, পৌরসভার মেয়র মোক্তাদের মাওলা সেলিম, মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল খায়ের নাদিম,
হারামিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জসীম উদ্দীন, দীর্ঘাপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন টিটু, সন্দ্বীপ উপজেলা ছাত্রলীগ এর সভাপতি মাহফুজুর রহমান সুমন, পৌরসভা ছাত্রলীগ এর সভাপতি ফয়সাল উদ্দীন, সন্দ্বীপ উপজেলা শাখার বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ এর সাধারণ সম্পাদক সম্রাট তকি, দৈনিক বিজনেস বাংলাদশের চট্টগ্রাম ব্যুরো প্রধান সুলাইমান মেহেদী হাসান, চ্যানেল এস এর প্রতিনিধি পারভেজ মোসারফ, দৈনিক একুশের বাণীর সন্দ্বীপ প্রতিনিধি সাব্বির রহমান, ও সাংবাদিক চারু মিল্লাত সহ ভিবিন্ন শ্রেণি পেশার মানুষ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright By MOHAMMAD ASIF