মো. সেলিম উদ্দিন খাঁন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে যোগদান করেছেন মঞ্জুর কাদের ভূঁইয়া। তিনি ০৭ ডিসেম্বর বিকালে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, “সরাইলবাসীর নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ দমনে সর্বোচ্চ পেশাদারিত্ব নিয়ে কাজ করাই হবে আমার মূল লক্ষ্য।” তিনি থানার সকল কর্মকর্তা-কর্মচারীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দ্রুততার সাথে জনসেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন। উল্লেখ্য, এর আগে তিনি বিভিন্ন থানায় দায়িত্ব পালনকালে সততা, দক্ষতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে সুনাম অর্জন করেছেন। সরাইল থানায় তার এই যোগদানকে ঘিরে সর্বমহলে এক ধরনের ইতিবাচক প্রত্যাশা দেখা গেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.