এসডি সোহেল রানা,স্টাফ রিপোর্টার:
ময়মনসিংহ বিভাগের সম্মানিত কমিশনার জনাব মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি মহোদয়ের শেরপুর জেলায় নির্ধারিত সফরসূচি অনুযায়ী সার্কিট হাউজে উপস্থিত হলে শেরপুর জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানান শেরপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ কামরুল ইসলাম।
পরে শেরপুর জেলা পুলিশের সুসজ্জিত একটি চৌকস পুলিশ দল সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয়-কে "গার্ড অব অনার" প্রদান করেন।
অতঃপর সম্মানিত জেলা প্রশাসক জনাব তরফদার মাহমুদুর রহমানের সভাপতিত্বে শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জনাব মিজ্ ফারাহ শাম্মী, এনডিসি মহোদয়।
সভায় উপস্থিত থেকে সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ কামরুল ইসলাম মহোদয় জেলার বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতির একটি বিস্তারিত চিত্র তুলে ধরেন এবং সামনের দিনগুলোতে অপরাধ দমনে জেলা পুলিশের কর্মপরিকল্পনা সম্পর্কে আলোকপাত করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপস্থিত সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন ।
এ সময় শেরপুর জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের বিভিন্ন পদমর্যাদার ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.