মো. সেলিম উদ্দিন খাঁন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের দলীয় প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বিএনপি বিজয়ী হয়ে সরকার গঠন করলে প্রথমেই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ককে ছয় লেনে উন্নীত করা হবে। এটিই হবে সরকারের প্রথম প্রকল্প। এই প্রতিশ্রুতি আমি আপনাদের সন্তান হিসেবে দিচ্ছি। রোববার (৭ ডিসেম্বর) নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ আসনের (চকরিয়া-পেকুয়া) হারবাং বাজারে অনুষ্ঠিত ধানের শীষের নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন বলেন, আগামী এক থেকে দেড় বছরের মধ্যে গভীর সমুদ্র বন্দরের কার্যক্রম পূর্ণাঙ্গরূপে চালু হবে। তখনই চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণটা বাধ্যতামূলক হবে। সুতরাং তার আগেই করতে হবে। তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তার সুযোগ্য সহধর্মিণী বেগম খালেদা জিয়া তার বলিষ্ঠ নেতৃত্বে তা এগিয়ে নিয়ে গেছেন। দীর্ঘ ৯ বছর স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলনে তার নেতৃত্বের কারণে আপোষহীন দেশনেত্রী উপাধিতে ভূষিত করেছিল এ দেশের জনতা। তিনি আরও বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে দীর্ঘ সতের বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংঘটিত হয়েছে। গণতন্ত্রের প্রশ্নে তিনি কখনো আপোষ করেননি। এ কারণে আবার এ দেশের মানুষ তাকে গণতন্ত্রের মা উপাধী দিলেন। বাংলাদেশের জাতীয় ঐক্যের প্রতীক বেগম খালেদা জিয়া আজ অসুস্থ। তার সুস্থতা কামনা করে আপনাদের সবার দোয়া প্রার্থনা করছি, সালাহউদ্দিন বলেন, নির্বাচন কমিশন শিগগির জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবে এবং তপশিল ঘোষণার সঙ্গে সঙ্গে বিএনপির প্রার্থীরা প্রচারে নামবেন। দীর্ঘ দেড় যুগ পর ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেতে যাচ্ছে মানুষ। আর এই নির্বাচন হবে দেশের ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ-ফ্যাসিবাদ ও স্বৈরশাসন থেকে মুক্ত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের নির্বাচন।এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সাবেক সংসদ সদস্য ও তার সহধর্মিণী অ্যাডভোকেট হাসিনা আহমদ, চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলীসহ আরও অনেকে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.