কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালী উপজেলার গভীর সমুদ্রে ডাকাতদের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।
রোববার (৭ ডিসেম্বর ২০২৫) সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গত শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) মহেশখালী থানাধীন সোনাদিয়া চ্যানেল সংলগ্ন এলাকায় ‘এফবি মায়ের দোয়া–৩’ নামক একটি মাছ ধরার ট্রলার ডাকাতির কবলে পড়ে। ডাকাতরা ট্রলারে থাকা মাছ, খাবার, ইঞ্জিন, ব্যাটারি ও প্রয়োজনীয় সরঞ্জাম লুট করে নেয় এবং জেলেদের জিম্মি করে রাখে।
পরদিন শনিবার (৬ ডিসেম্বর ২০২৫) সকাল ৮টার দিকে ওই এলাকায় থাকা ‘এফবি তাসমীম’ নামক অপর একটি ফিশিং বোট থেকে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ উদ্ধার সহায়তার জন্য ফোন করা হলে বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরে আসে।
খবর পেয়ে বাংলাদেশ কোস্ট গার্ড-এর মহেশখালী স্টেশন থেকে একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং ডাকাতের কবলে পড়া ১১ জন জেলেকে জীবিত উদ্ধার করে। কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয় এবং তাদের ট্রলারসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, “সমুদ্রে জেলেদের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।”
এ ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে, তবে সমুদ্রে নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছে সংশ্লিষ্টরা।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.