চট্টগ্রাম মহানগরীর ফিশারীঘাট এলাকায় কর্ণফুলী নদীতে সংঘটিত অস্ত্রসহ ডাকাতি মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসানকে গ্রেপ্তার করেছে র্যাব। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বসন্তপুর এলাকায় র্যাব-৭, চট্টগ্রাম ও র্যাব-১১, কুমিল্লার যৌথ অভিযানে তাকে আটক করা হয়।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, চট্টগ্রাম কোতোয়ালী থানার মামলা নং-১৭, তারিখ ০৭ সেপ্টেম্বর ২০২৫, ধারাঃ ৩৯৯/৪০২ পেনাল কোড ১৮৬০ মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল প্রকাশ রবিউল হাসান চৌদ্দগ্রাম এলাকায় অবস্থান করছে। তথ্যের ভিত্তিতে র্যাবের একটি চৌকস দল বুধবার রাত ৮টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযানে রুবেল প্রকাশ রবিউল হাসান (২৮)–কে গ্রেপ্তার করা হয়। তার বাড়ি লক্ষীপুর জেলার রামগতি থানার মোহাম্মদপুর বাজার এলাকায়। তিনি দীর্ঘদিন ধরে মামলাটি থেকে পলাতক ছিলেন বলে র্যাব জানায়।
গ্রেপ্তারের পর তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম সদরঘাট নৌ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের পক্ষ থেকে জানানো হয়, নদীপথে সংঘবদ্ধ ডাকাতি প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.