মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নতুনবাজার এলাকায় পূবালী ব্যাংক পিএলসি ৬৭তম উপশাখা শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় নতুন বাজার দক্ষিণ রোডস্থ দুলাল হাজী কমপ্লেক্সে উপ-শাখার উদ্বোধন করেন পূবালী ব্যাংক পিএলসি সিলেট প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান।
শ্রীমঙ্গল শাখার ব্যবস্থাপক প্রণয় দেবনাথ এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নতুন উপশাখার ব্যবস্থাপক জান্নাতুল ফেরদৌস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাব্যবস্থাপক চৌধুরী মো. শফিউল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মো. মুশফিকুর রহমান, হবিগঞ্জ অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান সমবারু চন্দ্র মোহন্ত, শ্রীমঙ্গল পূবালী ব্যাংকের অবসরপ্রাপ্ত ব্যবস্থাপক আশরাফুল আলম, শ্রীমঙ্গলের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ দুলাল হাজী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন, সাংবাদিক পিন্টু দেবনাথ এবং মোবাইল মিডিয়ার স্বত্বাধিকারী সুমন দাশ।
গ্রাহকদের পক্ষ থেকে বক্তব্য দেন বিসমিল্লাহ খাদ্য ভান্ডারের স্বত্বাধিকারী ফয়ছল আহমেদ, গ্রাহক স্বপন ও মোবারক হোসেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.