নওগাঁ প্রতিনিধি:
নওগাঁ শহরের একটি বেসরকারি হাসপাতালে অদ্ভুত দুই মাথা নিয়ে এক নবজাতকের জন্ম হয়েছে। বৃহস্পতিবার (২৭ নভেম্বর) বিকেল ৩টার দিকে প্রাইম ল্যাব হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। কিন্তু জন্মের প্রায় এক ঘণ্টা পরই শিশুটি মৃত্যু বরণ করে। এই
শিশুটির বাবা রকি এবং মা আরিফা- দুজনই শহরের চকপ্রসাদ কলিপাড়া, নওগাঁ পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে প্রসববেদনা শুরু হলে আরিফাকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকেরা সিজারিয়ান অপারেশনের মাধ্যমে একটি কন্যাশিশুর জন্ম দেন। শিশুটির শরীর এক হলেও মাথা ছিল দুটি। দুটি মুখমণ্ডলে ছিল চারটি চোখ, দুটি নাক, দুটি মুখ ও চারটি কান।
জন্মের পরপরই বিভিন্ন জটিলতার কারণে নবজাতককে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় বলে জানান হাসপাতালের সহকারী পরিচালক সারওয়ার কামাল চঞ্চল। তিনি বলেন, “দুটি মাথা থাকলেও এটি যমজ শিশুর মতো নয়; দেহ ও যৌনাঙ্গ একটাই ছিল। শেষ পর্যন্ত শিশুটিকে বাঁচানো সম্ভব হয়নি।”
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.