আন্তর্জাতিক ডেক্স
ইউক্রেনের রাজধানী কিয়েভজুড়ে রাতভর ভয়াবহ ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এ ঘটনায় এখন পর্যন্ত কমপক্ষে ৯ জনের মৃত্যু নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। আহত হয়েছেন আরও বহু বেসামরিক নাগরিক।
স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানা যায়, হামলাগুলো মূলত কিয়েভের বিভিন্ন জ্বালানি স্থাপনা, অবকাঠামো এবং বেসামরিক ভবনকে লক্ষ্য করে চালানো হয়েছে। হামলার তীব্রতায় রাজধানীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হয়। কিয়েভের পাশাপাশি খারকিভেও রাতভর রুশ বাহিনীর আঘাত হানে, যেখানে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছে স্থানীয় কর্তৃপক্ষ।
হামলাটি এমন এক সময় হয়েছে যখন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২৮ দফা শান্তি প্রস্তাব নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছিল। প্রস্তাবের বিষয়ে ইউক্রেন–রাশিয়া উত্তাপের মধ্যেই এ হামলা সংঘটিত হয়।
হামলার পর ইউক্রেনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, “মস্কো শান্তি প্রস্তাবের আলোচনাকে পাত্তা না দিয়ে বেসামরিক জনগণের ওপর হামলা চালাচ্ছে।”
রাতের মধ্যে পাল্টা পদক্ষেপ হিসেবে ইউক্রেন রাশিয়ার রাজধানী মস্কো ও রোস্তভ অঞ্চলে ড্রোন হামলা চালায়। রোস্তভে অন্তত ৩ জন রুশ নাগরিক নিহত হয়েছে বলে স্থানীয় রুশ কর্তৃপক্ষ জানিয়েছে। আহত হয়েছেন আরও ১০ জন। হামলায় বেশ কয়েকটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনার আগে রাশিয়া ঘোষণা করে, ট্রাম্পের প্রস্তাবিত শান্তি পরিকল্পনায় কোনো সংশোধন আনলে তা আর গ্রহণযোগ্য হবে না। মস্কোর এ অবস্থান পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে বলে পর্যবেক্ষকদের মন্তব্য।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.