স্টাফ রিপোর্টার:
রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেল ৫টা ২২ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পাওয়ার পরপরই ১৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তবে সংবাদ লেখা পর্যন্ত চার ঘণ্টা পেরিয়ে গেলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বস্তির ঘরগুলো ঘনবসতিপূর্ণ এবং অধিকাংশই টিন-তাকের হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। প্রথমদিকে মহাখালী অংশে শুরু হওয়া আগুন এখন বস্তির বনানীমুখী এলাকায় তীব্র আকার ধারণ করেছে।
এখনও পর্যন্ত আগুন লাগার কারণ জানা যায়নি। হতাহত কিংবা ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ সম্পর্কেও আনুষ্ঠানিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।
সরজমিনে দেখা যায়, আগুন নেভাতে হিমশিম খাচ্ছেন ফায়ার কর্মীরা। পানির সংকট ও প্রবেশের সীমাবদ্ধতার কারণে কাজ ব্যাহত হচ্ছে বারবার।
এ অবস্থায় বস্তির বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন,
“আমরা বারবার হেলিকপ্টার চাইছি, কিন্তু পাঠানো হচ্ছে না। গরিব বলে কি আমাদের জীবন এতটাই মূল্যহীন? আন্দোলন হলে তো হেলিকপ্টার আসে!” — এমন অভিযোগও শোনা যায় ক্ষতিগ্রস্ত মানুষের মুখে।
কড়াইল বস্তিতে আগুন লাগা নতুন নয়। এর আগে গত ২২ ফেব্রুয়ারি রাতে আগুন লেগে ৬১টি ঘর পুড়ে যায়। সে সময় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
তারও আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বর একই বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে।
অগ্নিকাণ্ডের পুনরাবৃত্তি হওয়ায় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.