মো. সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামের সাতকানিয়ায় বিদেশি পিস্তলসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ১টি বিদেশি পিস্তল, ২টি বিদেশি পিস্তলের গুলি, ৬টি বাটন মোবাইল, ৩টি অ্যান্ড্রয়েড মোবাইল, ১টি ছোরা উদ্ধার করা হয়।
বুধবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ছদাহা ইউনিয়নের দক্ষিণ বিল্লা পাড়া খুশি বর বাড়ির কাশেমের ডেকোরেশনের দোকান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- সাতকানিয়া উপজেলার ছদাহা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নুরুল আলমের ছেলে মিনারুল আলম একই এলাকার আবুল কাশেমের ছেলে মোহাম্মদ তারেক (২৮)।
সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকী বলেন, বিদেশি পিস্তল ও কার্তুজসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
এর মধ্যে গ্রেপ্তার তারেকের বিরুদ্ধে, হত্যা মামলাসহ ৪টি রয়েছে। আসামিদের বিরুদ্ধে প্রয়োজনী ব্যবস্থা নিয়ে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.