
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘মুখোমুখি’ বৈঠকে বসতে প্রস্তুত। সোমবার সাপ্তাহিক টেলিভিশন ভাষণে তিনি এ প্রস্তুতির কথা বলেন।
মাদুরো বলেন, “ভেনেজুয়েলা শান্তি চায়। যুক্তরাষ্ট্রের কেউ যদি ভেনেজুয়েলার সঙ্গে আলোচনা করতে চায়, তবে তা কোনো সমস্যা ছাড়াই করা সম্ভব।”
তার এই মন্তব্যের কয়েক ঘণ্টা আগে ক্যারিবীয় অঞ্চলে ক্রমবর্ধমান সামরিক উত্তেজনার মধ্যে দুই দেশের নেতাদের মধ্যে সম্ভাব্য আলোচনার কথা জানান প্রেসিডেন্ট ট্রাম্প। বিষয়টি আন্তর্জাতিক পর্যায়ে নতুন কূটনৈতিক গতিশীলতা সৃষ্টি করেছে।
বার্তা সংস্থা এএফপি জানায়, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার গত বছরের নির্বাচনকে ‘জালিয়াতিপূর্ণ’ হিসেবে প্রত্যাখ্যান করে আসছে। ওয়াশিংটন মাদুরো সরকারের ওপর অবরোধসহ বিভিন্ন নিষেধাজ্ঞা আরোপ করেছে। ফলে দুই দেশের সম্পর্ক দীর্ঘদিন ধরে টানাপোড়েনের মুখে রয়েছে।
বিশ্লেষকদের মতে, উভয় পক্ষের কূটনৈতিক সুর নরম হওয়া আঞ্চলিক উত্তেজনা প্রশমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তবে আলোচনার সম্ভাবনা বাস্তবে রূপ নেবে কি না, তা এখনই স্পষ্ট নয়।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.