মো. রেজাউল হক রহমত, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার গণিশাহ এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘটিত শিপন ও ইয়াছিন হত্যাকাণ্ডের মূল আসামি রিফাত বাহিনীর প্রধান রিফাতসহ দুইজনকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তারকৃতরা হলেন — থোল্লাকান্দি গ্রামের রিফাত (৩০) এবং রিমন (২৮)।
র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একটি দল জেলা পুলিশের সহযোগিতায় সোমবার (১০ নভেম্বর) ভোররাতে বাঞ্ছারামপুর উপজেলার উজানচর খোসকান্দি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
র্যাব সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার বড়িকান্দি ইউনিয়নের গণিশাহ মাজার এলাকায় মাদক ব্যবসা ও আধিপত্য নিয়ে থোল্লাকান্দির রিফাত ও নূরজাহানপুর গ্রামের শিপনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গত ১ নভেম্বর রাতে ওই বিরোধের জেরে রিফাত বাহিনীর সশস্ত্র হামলায় শিপন ও ইয়াছিন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।
ঘটনার পর থেকে র্যাব ও পুলিশের গোয়েন্দা নজরদারি চলতে থাকে।
র্যাব-৯ সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরনবী স্টার টিভিকে জানান,
গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোরে রিফাতকে গ্রেপ্তার করা হয়। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে খোল্লাকান্দি গ্রামের লিমনের বাড়িতে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও সাত রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। অস্ত্রগুলো খাটের নিচে মাটির ভেতরে লুকিয়ে রাখা ছিল।”
তিনি আরও জানান, জোড়া খুনের ঘটনায় জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে র্যাবের অভিযান অব্যাহত রয়েছে।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম বলেন,
গ্রেপ্তার হওয়া রিফাত এজাহারভুক্ত আসামি। তাকে মঙ্গলবার আদালতে প্রেরণ করা হবে।”
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.