
চট্টগ্রাম, ১১ নভেম্বর ২০২৫:
বাংলাদেশ কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে মায়ানমারগামী বিপুল পরিমাণ খাদ্য ও নির্মাণ সামগ্রীসহ ১৫ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ শ্যামল বাংলা কর্তৃক মঙ্গলবার ভোর রাত ৪টার দিকে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপের দক্ষিণ-পূর্ব সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক একটি ফিশিং ট্রলার তল্লাশি করে অবৈধভাবে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৫ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৫২০ বস্তা আলু জব্দ করা হয়। এ ঘটনায় ১৩ জন পাচারকারীকে আটক করা হয়েছে।
অন্যদিকে, সোমবার (১০ নভেম্বর) রাত ৯টার দিকে কোস্ট গার্ড বেইস চট্টগ্রাম কর্তৃক চট্টগ্রামের নতুন ব্রিজ সংলগ্ন কর্ণফুলি নদীতে পরিচালিত পৃথক অভিযানে একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালানো হয়। এসময় পাচারের উদ্দেশ্যে বহনকৃত প্রায় ৩ লক্ষ ১৭ হাজার টাকা মূল্যের ২২০ বস্তা সিমেন্ট, ২০০ পিস ইট ও ৩ হাজার কেজি লোহার রড জব্দসহ ২ জন পাচারকারীকে আটক করা হয়।
জব্দকৃত মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে বলে কোস্ট গার্ড জানিয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক ও চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.