মৌলভীবাজার প্রতিনিধি :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেন্ডার সচেতনতা ও সহিংসতা প্রতিরোধ বিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ নভেম্বর ২০২৫) সকালে শহরের আগ্রা কন্টিনেন্টাল রেস্টুরেন্টে দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ এ প্রশিক্ষণের আয়োজন করে।
প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের এরিয়া কো-অর্ডিনেটর নাজমুল হুদা মিনা এবং ফিল্ড কো-অর্ডিনেটর আকলিমা। অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন পিএফজির অ্যাম্বাসেডর ও শ্রীমঙ্গল কো-অর্ডিনেটর সৈয়দ ছায়েদ আহমেদ।
“সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতির বাংলাদেশ গড়ি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত প্রশিক্ষণে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি)-এর সদস্যরা অংশগ্রহণ করেন। দিনব্যাপী কর্মশালায় অংশগ্রহণকারীদের মধ্যে জেন্ডার সমতা, নারী-পুরুষের পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সহিংসতা প্রতিরোধে সামাজিক দায়বদ্ধতা বৃদ্ধি বিষয়ে ধারণা প্রদান করা হয়।
প্রশিক্ষণ কর্মসূচিটি বাস্তবায়নে সহযোগিতা করে যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (UK International Development), পিপল এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়্যার (PAVE) এবং মাল্টি স্টেকহোল্ডার ইনিশিয়েটিভ ফর পিস অ্যান্ড স্ট্যাবিলিটি (MIPS)।
বক্তারা বলেন, সমাজে টেকসই শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠার জন্য নারী-পুরুষ উভয়ের সমান অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। পরিবার ও সমাজে ছোটবেলা থেকেই সন্তানদের মধ্যে মানবিক মূল্যবোধ ও পারস্পরিক শ্রদ্ধাবোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় পিএফজি অ্যাম্বাসেডর আনহারুল ইসলাম, নারী অ্যাম্বাসেডর নাফিজা তাবাসসুম ফারিয়া, কাজী আসমা, হাজি এলেমান কবীর, মির্জাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিছলু আহমেদ চৌধুরী, আশিদ্রোন ইউনিয়নের সদস্য মকসুদুর রহমান, ফারিয়া সভাপতি দেবব্রত হাবুল, শিক্ষিকা নাজমুন নাহার লাভলি, আন্তঃধর্মীয় সংলাপ কমিটির সদস্য মাওলানা এম.এ. রহিম নোমানি, সাংবাদিক রুবেল আহমেদ, নূর মোহাম্মদ সাগর, খাইরুন নাহার লিপি প্রমুখ।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.