মো. সেলিম উদ্দিন খাঁন
চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে।
সোমবার (৩ নভেম্বর ২০২৫) বিকেল সাড়ে ৫টার দিকে ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রেলস্টেশন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
চকরিয়া থানা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছিল।
গ্রেফতার হওয়া তিনজন হলেন—
ডুলাহাজারার রিংভিং দক্ষিণ পাড়ার কামাল হোসেনের ছেলে মো. সাজ্জাত হোসেন (২৫), কাকারা ইউনিয়নের মাইজ কাকরা এলাকার মৃত গুরা মিয়ার ছেলে সেলিম (৩৫), এবং বদরখালী ইউনিয়নের টেকপাড়া এলাকার মো. মাহমুদুল হকের ছেলে মো. আমছার (৩২)।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ও মিডিয়া ফোকাল পয়েন্ট অলক বিশ্বাস বলেন, “গ্রেফতারকৃতরা আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.