মো. সেলিম উদ্দিন খাঁন
টেকনাফে অভিযান চালিয়ে ৫০ হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।শনিবার (১নভেম্বর) রাতে টেকনাফ পৌরসভার কুলাল পাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।
আটককৃত মাদক কারবারী হলেন,চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার পশ্চিম নিমতলা এলাকার হাশেম মেম্বারের বাড়ির নেছার আহম্মদের ছেলে নেছার বিন ফয়সাল (৪২)।
রবিবার (২নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি)মোঃ আবু জায়েদ নুর।তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তারই নেতৃত্বে থানা পুলিশের একটি দল পৌরসভার ৯নম্বর ওয়ার্ডের কুলাল পাড়া এলাকায় অভিযান চালায়। এ সময় একটি ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে ৫০হাজার পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করতে সক্ষম হয়। তিনি আরও জানান, আটক আসামির বিরুদ্ধে মাদক মামলা রুজু করে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.