ফেনী জেলার ফেনী সদর থানাধীন ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকায় অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানিকৃত বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, জিন্স প্যান্ট এবং ওষুধ উদ্ধার করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন যে, ফেনী সদর থানার ধর্মপুর আশ্রয়ণ প্রকল্প এলাকার জনৈক মোঃ অহিদুল মুন্সির বসতবাড়ির পেছনের ফাঁকা জায়গায় পরিত্যক্ত অবস্থায় ভারতীয় পণ্য মজুদ রাখা হয়েছে।
এ তথ্যের ভিত্তিতে গত ২৮ অক্টোবর ২০২৫ তারিখ দুপুর ১২টা ৪০ মিনিটে র্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল সেখানে অভিযান পরিচালনা করে। অভিযানে ৫টি সাদা প্লাস্টিকের বস্তা ও ১২টি খাকি রঙের কার্টুন থেকে ৩০২টি ভারতীয় শাড়ি, ২৪৮টি ভারতীয় জিন্স প্যান্ট এবং ২,১৮৪ পিস ভারতীয় Clop-G ক্রিম উদ্ধার করা হয়।
র্যাব জানায়, উদ্ধারকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। এসব পণ্য শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে দেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
অভিযান শেষে উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ফেনী সদর মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
র্যাব-৭ জানায়, সীমান্তবর্তী এলাকায় শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য আমদানি ও পাচার রোধে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.