চট্টগ্রাম :
দৈনিক মানবজমিন পত্রিকায় প্রকাশিত “চকরিয়ার সেই ওসি চট্টগ্রামেও জড়িয়েছেন বিতর্কে” শিরোনামে সংবাদটি নিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া।
তিনি বলেন, “উক্ত সংবাদে আমার নাম জড়িয়ে যে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যাচার করা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও অসত্য। আমি এ সংবাদটির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”
ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও বলেন, “আমি বাংলাদেশ পুলিশের একজন গর্বিত সদস্য। কক্সবাজার জেলার চকরিয়া থানাসহ দেশের বিভিন্ন থানায় সততা, ন্যায়নিষ্ঠা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে আসছি। আমি কখনো কোনো প্রকার অনিয়ম, দুর্নীতি বা শৃঙ্খলাভঙ্গের সঙ্গে যুক্ত ছিলাম না।”
তিনি উল্লেখ করেন, সংবাদে দাবি করা হয়েছে যে, চকরিয়া থানার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি অপহরণ, শ্লীলতাহানি, খুন ও মিথ্যা মামলার অভিযোগে বদলি হয়েছেন— যা সম্পূর্ণ মিথ্যা। “এই অভিযোগের কোনো ভিত্তি নেই এবং এটি আমার ব্যক্তিগত ও পেশাগত মর্যাদা ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে পরিবেশিত হয়েছে,” বলেন তিনি।
ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও অভিযোগ করেন, “যে সাংবাদিক আমার বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছেন, তিনি নিজেই ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। একজন পেশাদার সাংবাদিকের এমন দায়িত্বজ্ঞানহীন আচরণ দুঃখজনক ও নিন্দনীয়।”
উক্ত বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ বলেন, “চকরিয়ায় দায়িত্ব পালনকালীন সময়ে ওসি মনজুর কাদের ভূঁইয়ার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছিল, তা বিভাগীয় তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছে।”
স্কুলছাত্র তানভীর হত্যার মামলার আসামিদের ছবি তোলার ঘটনাকে কেন্দ্র করে সম্প্রতি হাটহাজারীতে যে অপপ্রচার চালানো হয়েছে, সে সম্পর্কেও তিনি বলেন, “হত্যা মামলার আসামিরা কিশোর। আইনগতভাবে কিশোর আসামিদের ছবি প্রকাশ করা হয় না। তানভীরের চাচাতো ভাই ছবি তুলতে গিয়ে পুলিশের কাজে বাধা দেন এবং আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন, তখন ধস্তাধস্তির ঘটনা ঘটে।”
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.