চট্টগ্রাম: চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন আকমল আলি ঘাট এলাকায় সংবাদ সংগ্রহে গিয়ে এক নারী সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জাতীয় দৈনিক আমার সংগ্রাম পত্রিকার চট্টগ্রাম বিভাগীয় স্টাফ রিপোর্টার রেবেকা সুলতানা রেখা চৌধুরী ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর ২০২৫ ইং তারিখ দিবাগত রাত আনুমানিক ২টার দিকে আসমা আক্তার তামান্না ও আল আমিন খান নামের দুই ব্যক্তি নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে আকমল আলি ঘাট এলাকায় ইলিশ মাছ চুরির চেষ্টা করে বলে স্থানীয় জেলে সম্প্রদায়ের লোকজন তাদের হাতে নাতে ধরে ফেলে।
ঘটনার বিষয়ে জানতে স্থানীয় সাংবাদিকদের ফোন করা হলে রেবেকা সুলতানা সহ সাংবাদিক মিজান সমরকন্দী, বিল্লাল হোসেন ও আসিফ খন্দকার ঘটনাস্থলে উপস্থিত হন। সেখানে উপস্থিত হয়ে তারা দেখতে পান এক কথিত সাংবাদিক হৈচৈ করছেন। ঘটনাটি সম্পর্কে জানতে চাইলে কথিত সাংবাদিক ও তার সহযোগীরা রেবেকা সুলতানা ও উপস্থিত সাংবাদিকদের ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
হামলার সময় রেবেকা সুলতানার হাতে, বুকে ও পায়ে আঘাত লাগে। পরে তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা গ্রহণ করেন।
রেবেকা সুলতানা তার অভিযোগে আরও জানান, ঘটনার পর থেকে বিবাদীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে, যা তার পেশাগত সুনাম ক্ষুণ্ণ করছে।
এই ঘটনায় রেবেকা সুলতানা রেখা চৌধুরী ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
ইপিজেড থানার ওসি (অফিসার ইনচার্জ) জানান, লিখিত অভিযোগটি প্রাথমিকভাবে গ্রহণ করা হয়েছে, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.