ভালুকা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতি ও পরিচ্ছন্ন রাজনীতির প্রতীক, দলের দুর্দিনের রাজপথ কাঁপানো নেতা মাহাবুল মোল্লা-র বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি নিজেই।
সম্প্রতি Beautiful Bhaluka নামের একটি ফেসবুক পেইজে তার বিরুদ্ধে ভিত্তিহীন, বানোয়াট ও গায়েবী অভিযোগ এনে একটি সংবাদ প্রকাশ করা হয়। মাহাবুল মোল্লা বলেন, “আমি দীর্ঘদিন ধরে সততা ও সুনামের সঙ্গে ভালুকা পৌর শ্রমিক দলের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছি। দায়িত্ব গ্রহণের পর থেকে একটি রাজনৈতিক কুচক্রী মহল আমাকে দল থেকে সরিয়ে দিতে বিভিন্নভাবে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “উক্ত পেইজে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ মিথ্যা ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। আমি এসব কর্মকাণ্ডের সঙ্গে কখনোই জড়িত ছিলাম না। যদি কেউ প্রমাণ দিতে পারেন যে আমি উক্ত ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলাম, তবে আমি স্বেচ্ছায় সব ধরনের রাজনৈতিক পদ ও কার্যক্রম থেকে সরে দাঁড়াব।”
মাহাবুল মোল্লা বলেন, “একটি কুচক্রী মহল আমাকে পারিবারিক, সামাজিক ও রাজনৈতিকভাবে হেয়-প্রতিপন্ন করার লক্ষ্যে এ ধরনের মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আমি এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।”
তিনি আরও সতর্ক করে বলেন, “যারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বিরুদ্ধে মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছেন, তারা যদি তা বন্ধ না করেন, তবে আমি বাধ্য হয়ে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করবো।”
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.