সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাঘায় কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটাকে প্রেমঘটিত আ/ত্মহ/ত্যার সন্দেহ পুলিশের। শুক্রবার (১০ অক্টোবর) সকালে বাঘা পৌরসভার পাকুড়িয়া এলাকার বেলালের মোড়ে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম ইসরাত জাহান সুমি (১৭)। তিনি স্থানীয় জহুরুল ইসলামের মেয়ে এবং শাহদৌলা সরকারি কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্রী।পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার সকাল ৮টার দিকে খাবার খাওয়ার জন্য ডাকাডাকি করেও মেয়ের কোনো সাড়া না পেয়ে সন্দেহ হয় বাবা জহুরুল ইসলামের। পরে বড় ভাই ইমদাদুল ইসলাম স্থানীয়দের সহায়তায় জানালা ভেঙে দেখেন, সুমি গলায় ওড়না পেঁচিয়ে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আছেন। পরে তাঁরা ওড়নার গিট খুলে মরদেহ নিচে নামিয়ে পুলিশকে খবর দেন।
খবর পেয়ে বাঘা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশের ধারণা, সকাল ৮টার আগেই ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবারই ইসরাত জাহানের বিয়ের দিন নির্ধারিত ছিল। তবে বিষয়টি নিয়ে পরিবারের কেউ মুখ খুলতে রাজি হননি।
পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আত্মীয়স্বজন ও স্থানীয়দের বক্তব্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, প্রেমঘটিত কারণে সুমি আ/ত্মহ/ত্যা করে থাকতে পারেন।
বাঘা থানার ওসি এ.এফ.এম. আছাদুজ্জামান বলেন, “একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।”
স্থানীয়দের মতে, প্রাণবন্ত ও হাসিখুশি মেয়ে হিসেবে পরিচিত ছিল ইসরাত জাহান সুমি। তাঁর আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.