মোঃ সেলিম উদ্দিন খাঁন
চট্টগ্রামে-আদালত প্রাঙ্গণে যুবলীগ নেতাকে দেখতে গিয়ে সরকারবিরোধী স্লোগান, আটক ৭, জানা যায় কর্ণফুলী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সিকান্দার হোসেন রানা (৪০) কে গতকাল বৃহস্পতিবার জামালখান এলাকা থেকে গ্রেপ্তার করার পর আজ শুক্রবার (১০ অক্টোবর) তাকে স্পেশাল কোর্টে তোলা হলে কোর্ট প্রাঙ্গণে তার অনুসারীরা বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দিয়ে মিছিল করার চেষ্টা করে।এ সময় ঘটনাস্থলে ভিডিও ধারণকারী ডিউটি পুলিশ তথ্য পাঠালে কোতোয়ালী থানা পুলিশের তিনটি গাড়ি এসে অভিযান চালিয়ে সাত জনকে আটক করে।বিষয়টি দৈনিক বাংলাদেশ প্রতিদিন খবরকে নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল করিম। আটককৃতদের নাম হলো — তাহের মাঝি, সানী, হোসেন, ফয়সাল, পারভেজ, মামুন ও জিয়া। তারা কর্ণফুলীর শিকলবাহা এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।এ ব্যাপারে কতোয়ালী থানার ওসি মো. আব্দুল করিম আরও বলেন, আসামিকে আদালতে তোলার সময় কয়েকজন স্লোগান দেয়; পরে তাদের ধাওয়া করে আটক করা হয়েছে এবং বিষয়টি যাচাই-বাছাই চলছে। আটককৃতদের বিরুদ্ধে কী ধারা প্রযোজ্য হবে তা পুলিশের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.