সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর পবা উপজেলায় একটি পুকুর থেকে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা সুখমন বিবির (৬০) লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে মুরারিপুর এলাকার পুকুরে তার লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা এবং সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দামকুড়া থানার ওসি রবিউল ইসলাম জানান, সুখমন বিবি উপজেলার শিতলাই গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন এবং আগের দিন বিকেলে বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেননি। ধারণা করা হচ্ছে, পুকুরে নেমে তিনি হয়তো নিজে থেকে উঠতে পারেননি এবং পানিতে ডুবে মারা গেছেন।
ওসি আরও বলেন, লাশ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় তাদের কোনো অভিযোগ নেই। পুলিশ এই ঘটনায় কোনো অপরাধের আশঙ্কা করছে না এবং মৃত্যুর কারণ প্রাথমিকভাবে দূর্ঘটনা বলে মনে করা হচ্ছে।
স্থানীয়রা জানিয়েছেন, সুখমন বিবি অল্প কথায় নিজেকে প্রকাশ করতেন এবং দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার হঠাৎ মৃত্যু এলাকায় শোক ছড়িয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.