সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর কাশিয়াডাঙ্গা থানাধীন চাঁন্না সাবুর মোড় এলাকায় অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহী। র্যাব-৫, রাজশাহীর সদর কোম্পানীর একটি অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (০৯ অক্টোবর ২০২৫) বিকেল ৩টা ২০ মিনিটের দিকে অভিযান পরিচালনা করে।
এ সময় ঘটনাস্থল থেকে মোঃ লাল্টু (৪৮) ও মোঃ শাকিবুল ইসলাম (২১) নামে দুইজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মোঃ লাল্টু রাজশাহী মহানগরের রায়পাড়া (পূর্ব) এলাকার মৃত জাহাঙ্গীর হোসেন পল্টুর ছেলে এবং মোঃ শাকিবুল ইসলাম রাজশাহীর দূর্গাপুর উপজেলার নান্দীগ্রাম এলাকার মোঃ আসলাম আলীর ছেলে। অভিযানে ২ কেজি গাঁজা, ২টি মোবাইল ফোন ও ৩টি সিমকার্ড জব্দ করা হয়েছে।Open photo
র্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে অবৈধভাবে গাঁজা সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রি করে আসছিল।
র্যাব সূত্রে জানা যায়, প্রতিষ্ঠার পর থেকেই সংস্থাটি জঙ্গি, অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, অপহরণ, ধর্ষণ, ছিনতাই, ভেজাল পণ্য ও মাদকবিরোধী অভিযানে সক্রিয় ভূমিকা রেখে আসছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।#
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.