মো. সেলিম উদ্দিন খাঁন
কক্সবাজারের চকরিয়ায় সৌদিয়া বাসের সঙ্গে একটি মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপারসহ ৫ জন আহত হয়েছেন। শনিবার (১১ অক্টোবর) চিরিঙ্গার বানিয়ারছড়া বাজারের উত্তরে এ দুর্ঘটনা ঘটে।
আহত দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- মিনি পিকআপের চালক মো. ফারুক হোসেন (৩৯) এবং হেলপার মো. মুঞ্জন (২৭)। চালক ফারুক হোসেন কুমিল্লার মনোহরগঞ্জ থানার মাইজখাইল এলাকার বাসিন্দা এবং হেলপার মুঞ্জন কুমিল্লার চান্দিনা থানার নবাবপুর এলাকার বাসিন্দা। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন চিরিঙ্গা হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট কর্ণা। তিনি জানান, দুর্ঘটনায় মিনি ট্রাকের চালক ও হেলপার গুরুতর আহত হয়েছেন। এছাড়া বাসের ৩ জন যাত্রী সামান্য আহত হয়েছেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.