স্টাফ রিপোর্টার :
জয়পুরহাট কালাই উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জননেতা তারেক রহমান কর্তৃক ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে এক ঐতিহাসিক ও বিশাল গণমিছিল ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে তৃণমূলের নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দলের প্রতি তাদের অবিচল আস্থা ও ঐক্যবদ্ধ শক্তির বহিঃপ্রকাশ ঘটিয়েছে।
সাবেক সচিব ও বরেণ্য বিএনপি নেতা আব্দুল বারীর নেতৃত্বে এই গণমিছিলটি কালাই থানা ও পৌর বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এক জনস্রোতে পরিণত হয়। নেতাকর্মীরা সুশৃঙ্খলভাবে মিছিল করে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করেন এবং দলের শীর্ষ নেতৃত্বের বার্তা ও ৩১ দফা কর্মসূচির গুরুত্ব জনগণের সামনে তুলে ধরেন। তাদের স্লোগানে স্লোগানে মুখরিত ছিল পুরো কালাই উপজেলা।
নেতৃবৃন্দ তাদের বক্তব্যে দৃঢ়ভাবে বলেন, এই ৩১ দফা কেবল একটি দাবিনামা নয়, এটি হলো দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্র পরিচালনায় মৌলিক ও জনকল্যাণমুখী পরিবর্তনের একটি সুস্পষ্ট রূপরেখা। তাঁরা আরও বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুচিন্তিত দিকনির্দেশনা অনুযায়ী এই কর্মসূচি পালনের মাধ্যমে কালাইয়ের তৃণমূলের নেতাকর্মীরা প্রমাণ করলেন যে, তারা একটি গণতান্ত্রিক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য প্রস্তুত।
বক্তারা দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন যে, বিএনপি ঘোষিত এই ঐতিহাসিক দাবিসমূহ বাস্তবায়নের মাধ্যমেই দেশে সত্যিকারের জনগণের সরকার এবং জনকল্যাণমুখী রাষ্ট্র কাঠামো প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই বিশাল কর্মসূচি কালাইয়ে বিএনপির সাংগঠনিক ভিত্তি এবং আগামী দিনের আন্দোলনের জন্য নেতাকর্মীদের দৃঢ় সংকল্পকে পুনর্বার প্রমাণিত করল।০৯/১০/২০২৫
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.