মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধ পন্থায় আমদানিকৃত ভারতীয় শাড়ী উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৪ অক্টোবর) শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম এর সার্বিক দিক নির্দেশনায় এসআই মো. দেলোয়ার হোসেন এর এর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে ঢাকা সিলেট আঞ্চলিক সড়কের সখিনা সিএনজি পাম্পের সামনে থেকে একটি পিকআপ গাড়ি থেকে ২৬৯ পিস ভারতীয় শাড়ী উদ্ধার করেন পুলিশ সদস্যরা।
এসময় গাজীপুর জেলার জয়দেবপুরের রুহুল আমিন এর পুত্র রায়হান হাওলাদার (৩৫), চাপাই-নবাবগঞ্জ জেলার গোমস্তাপুরের আবুল কাশেমের পুত্র ওমর ফারুক (৩২) ও নেত্রকোনা জেলার পূর্বধলার হাছেন আলীর ছেলে মো. আবু তাহের (৪৫)-কে গ্রেপ্তার করেন।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতরা অবৈধ ভাবে আমদানি করা ভারতীয় শাড়ীর চালান নিয়ে বিক্রয় করার উদ্দেশ্যে শ্রীমঙ্গলের দিকে আসছিল। জব্দ করা শাড়ীর মূল্য প্রায় ২ লক্ষাধিক টাকা। আসামিদের বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় মামলা দায়েরের পর মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.