সোহেল রানা,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহী বিভাগের বিভাগীয় ও জেলা পর্যায়ের সরকারি কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে রাজশাহী পিটিআই মিলনায়তনে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জনাব নাসিমুল গনি। তিনি তার বক্তব্যে সরকারি কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান। পাশাপাশি উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন ও সুশাসন প্রতিষ্ঠায় সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার জনাব খোন্দকার আজিম আহমেদ এনডিসি। তিনি বলেন, সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অগ্রণী ভূমিকা রাখতে হবে। এ ধরনের মতবিনিময় সভা কর্মকর্তাদের অভিজ্ঞতা বিনিময় ও কার্যকর দিকনির্দেশনা পাওয়ার সুযোগ সৃষ্টি করে।
উপস্থিতি সভায়, রাজশাহী বিভাগের আট জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভিন্ন দপ্তরের আঞ্চলিক ও জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধি এবং অন্যান্য আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।
আলোচ্য বিষয়, মতবিনিময় সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, উন্নয়ন কার্যক্রমের গতি বৃদ্ধি, জনসেবার মানোন্নয়ন, সুশাসন, দুর্নীতি দমন ও মাঠ প্রশাসনের সমন্বিত কার্যক্রমের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সভা শেষে কর্মকর্তারা প্রধান অতিথির কাছে তাদের মতামত ও প্রয়োজনীয় প্রস্তাবনা তুলে ধরেন।#
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.