
গাজীপুর, ২৮ সেপ্টেম্বর :
গাজীপুরের টঙ্গীর সাহারা মার্কেট এলাকায় ‘ফেমাস কেমিক্যাল লিমিটেড’ নামের কেমিক্যাল গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় মামলা হয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ফায়ার সার্ভিসের ঢাকা জোনের উপ সহকারী পরিচালক আব্দুল মান্নান বাদী হয়ে টঙ্গী পূর্ব থানায় এ মামলা দায়ের করেন।
মামলায় গুদামের মালিকানায় থাকা চারজন— ইসমাইল হোসেন (৪২), সোলাইমান (৩৫), তাজুল ইসলাম (৪০) ও রাকিব (৩৮)—কে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাত আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। তবে ঘটনাটির পর থেকে ওই চারজন মালিক পলাতক রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওহিদুজ্জামান বলেন, ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মামলা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।
গত সোমবার বিকেলে ওই কেমিক্যাল গুদামে ভয়াবহ আগুন লাগে। প্রায় পাঁচ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও এতে ফায়ার সার্ভিসের তিনজন সদস্য— খন্দকার জান্নাতুল নাঈম, শামীম আহমেদ ও নুরুল হুদা—এবং পার্শ্ববর্তী দোকানের কর্মচারী বাবু হাওলাদার (২৪) দগ্ধ হয়ে মারা যান।
ফায়ার সার্ভিস জানিয়েছে, গুদাম থেকে নির্গত গ্যাস মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই গত মঙ্গলবার ঘটনাস্থলের ১০০ মিটারের মধ্যে জনসাধারণকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়।
স্থানীয়রা জানান, টঙ্গীতে অনুমতিহীন কয়েকশ কেমিক্যাল গুদাম রয়েছে। যেকোনো সময় এগুলোতে বড় দুর্ঘটনা ঘটতে পারে। তবে অগ্নিকাণ্ডের এক সপ্তাহ পার হলেও কর্তৃপক্ষের কোনো অভিযান বা দৃশ্যমান ব্যবস্থা চোখে পড়ছে না।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.