প্রায় আট মাস তালেবানের হাতে বন্দি থাকার পর মুক্তি পেয়েছেন ব্রিটিশ দম্পতি পিটার রেনল্ডস (৮০) ও বার্বি রেনল্ডস (৭৬)। মুক্তির পরপরই তারা কাতারে মেয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। দীর্ঘদিন পর বাবা-মাকে পেয়ে মেয়ে সারা এনটউইসল তাদের আলিঙ্গন করলে বিমানবন্দর এলাকায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
আফগানিস্তানে প্রায় দুই দশক ধরে বসবাস করে আসছিলেন এই দম্পতি। গত ১ ফেব্রুয়ারি দেশে ফেরার পথে তালেবান কর্তৃপক্ষ তাদের আটক করে। প্রায় আট মাসের আলোচনা ও কাতারের মধ্যস্থতায় শুক্রবার সকালে তাদের মুক্তি দেওয়া হয়। মুক্তির পর তারা দোহায় পৌঁছালে মেয়ে সারা তাদের স্বাগত জানান।
তালেবান জানিয়েছে, ব্রিটিশ দম্পতি আফগান আইন ভঙ্গ করেছিলেন এবং বিচারিক প্রক্রিয়া শেষে তাদের মুক্তি দেওয়া হয়েছে। তবে নির্দিষ্ট করে আটক করার কারণ প্রকাশ করেনি তারা।
কাতারের এক কর্মকর্তা বিবিসিকে জানান, মুক্তির আগে শেষ পর্যায়ের আলোচনার সময় দম্পতিকে কাবুলের কারাগার থেকে অপেক্ষাকৃত ভালো পরিবেশে সরিয়ে নেওয়া হয়। এ সময় কাতারি দূতাবাস থেকে চিকিৎসক, ওষুধ এবং পরিবারের সঙ্গে যোগাযোগের ব্যবস্থা করা হয়।
দীর্ঘদিন আফগানিস্তানের বামিয়ান প্রদেশে বসবাস করছিলেন পিটার ও বার্বি। ১৯৭০ সালে কাবুলে তাদের বিয়ে হয়। পরে তারা একটি দাতব্য প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা শুরু করেন, যা গত ১৮ বছর ধরে চলছিল। ২০২১ সালে তালেবান পুনরায় ক্ষমতায় এলেও দম্পতি আফগানিস্তান ত্যাগ করেননি, যদিও অধিকাংশ পশ্চিমা নাগরিক তখন দেশ ছাড়েন।
চিকিৎসা পরীক্ষা-নিরীক্ষা শেষে ব্রিটিশ দম্পতি যুক্তরাজ্যে ফিরে যাবেন বলে জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.