
বিনোদন সংবাদ:
কলকাতা আলোচিত চলচ্চিত্র ‘দ্য বেঙ্গল ফাইলস’–এর ট্রেলার প্রকাশ অনুষ্ঠান ঘিরে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছে কলকাতায়। পরিচালক বিবেক অগ্নিহোত্রী অভিযোগ করেছেন, পুলিশের নীরব সমর্থনে একদল লোক অনুষ্ঠানস্থলের সব তার কেটে দেয়ায় ট্রেলার উন্মোচন সম্ভব হয়নি।
শনিবার দুপুরে শহরের একটি অভিজাত হোটেলে ট্রেলার উন্মোচনের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যেই হঠাৎই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে জানা যায়, অনুষ্ঠানস্থলের সাউন্ড ও লাইটিং–এর তার ইচ্ছাকৃতভাবে কেটে ফেলা হয়েছে।
বিবেক অগ্নিহোত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন, “এটা শুধু একটি সিনেমার ট্রেলার আটকে দেওয়া নয়, এটা গণতন্ত্রের কণ্ঠ রোধ করার চেষ্টা। আইনশৃঙ্খলার এমন অবস্থা প্রমাণ করে পশ্চিমবঙ্গে মতপ্রকাশের স্বাধীনতা নেই।”
ট্রেলার বন্ধ হয়ে গেলেও সামাজিক যোগাযোগমাধ্যমে ছবির ঝলক দ্রুত ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই সমালোচক ও দর্শকের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে ‘দ্য বেঙ্গল ফাইলস’।
সিনেমাটি রাজনৈতিক-সামাজিক বাস্তবতা ঘিরে নির্মিত হয়েছে বলে জানা গেছে। এর আগে অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ মুক্তির পর ভারতজুড়ে ব্যাপক বিতর্কের সৃষ্টি করেছিল।
চলচ্চিত্রপ্রেমীদের মতে, ট্রেলার প্রকাশ আটকে গেলেও এই ঘটনাই সিনেমাটির প্রতি কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.