ফয়সাল আহমেদ, রাজবাড়ী:
গোয়ালন্দ উপজেলা সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে রাজবাড়ী জেলা গণঅধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক ও রাজবাড়ী-১ আসনের এমপি প্রার্থী মোঃ জাহাঙ্গীর খাঁনের উদ্যোগে নদী ভ্রমণের আয়োজন করা হয়। শনিবার সকালে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলা ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা অংশ নেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজবাড়ী যুব অধিকার পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক রুবেল আপন, সাবেক সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান, গোয়ালন্দ উপজেলা যুব অধিকার পরিষদের সভাপতি রেজা মাহমুদ, গোয়ালন্দ উপজেলা ছাত্র অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ সাগর শেখসহ দলের স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা।
নদী ভ্রমণ শেষে এক আলোচনা সভায় নেতৃবৃন্দ মাঠপর্যায়ে সংগঠনকে আরও সক্রিয় ও বিস্তৃত করার পরিকল্পনা তুলে ধরেন। বক্তারা দলীয় ঐক্য, নেতৃত্বের প্রতি আস্থা ও সাধারণ মানুষের কাছে দলীয় কার্যক্রম পৌঁছে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.