ফয়সাল আহমেদ রাজবাড়ী প্রতিনিধি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের গোধূলী বিনোদন পার্কের পাশে দুই তরুণীকে গণধর্ষণের ঘটনায় এজাহারনামীয় তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (৮ আগস্ট) ভোরে উজানচর ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ আগস্ট বিকেল ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে ফরিদপুর জেলার কোতোয়ালী থানাধীন বায়তুল আমান রেললাইন কমলাপুর এলাকার বাসিন্দা—
১. মোছাম্মৎ মিতু আক্তার (২০), পিতা মো. মনজু শেখ
২. লামিয়া আক্তার (১৫), পিতা শেখ সাজু
গোয়ালন্দঘাট থানাধীন গোধূলী পার্কে ঘুরতে যান।
কিছুক্ষণের মধ্যে মামলার ১ নম্বর আসামি পার্কে প্রবেশ করে এবং অন্য আসামিরা আশপাশে ঘোরাফেরা করতে থাকে। সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে আসামিরা দুই তরুণী ও তাদের বন্ধু সোহানকে পুকুরপাড়ের ফাঁকা স্থানে নিয়ে যায় এবং ভয়ভীতি প্রদর্শন করে সোহানের কাছ থেকে একটি মোবাইল ফোন, নগদ ৫,০০০ টাকা এবং তরুণীদের কাছ থেকে একটি টর্চফোন ছিনিয়ে নেয়।
পরে একই দিন রাত সাড়ে ৮টার দিকে আসামিরা ভিকটিমদের উজানচর ইউনিয়নের রিয়াজউদ্দিন পাড়ার ধনিচা ক্ষেতের দক্ষিণ পাশের কাঁচা রাস্তায় নিয়ে গিয়ে জোরপূর্বক পর্যায়ক্রমে ধর্ষণ করে।
এ ঘটনায় ভুক্তভোগীরা ৮ আগস্ট গোয়ালন্দঘাট থানায় মামলা দায়ের করেন (মামলা নং-১৩, তারিখ-৮/৮/২৫, ধারা ৯(৩)/৩০ নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০; তৎসহ ৩২৩/৩৭৯/৫০৬ দণ্ডবিধি)। মামলাটি তদন্ত করছেন গোয়ালন্দঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশিদুল ইসলাম।
এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিরা হলেন,
(১)ফয়সাল শেখ (২২), পিতা শেখ ফারুক, পূর্ব বিল মামুদপুর, কোতয়ালী, ফরিদপুর
(২)রাকিব মোল্লা (২১), পিতা মো. চান মিয়া মোল্লা, গ্রাম-পূর্ব উজানচর দরাপের ডাঙ্গী, গোয়ালন্দ, রাজবাড়ী।
(৩)সজিব মোল্লা (২৪), পিতা মো. কালিম উদ্দিন, গ্রাম-গনি শেখের পাড়া, গোয়ালন্দ, রাজবাড়ী।
গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতনের মতো গুরুতর অপরাধে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। আইনের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে পুলিশ কাজ করছে।পরে গ্রেফতারকৃতদের শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.