সোহেল রানা,রাজশাহী,প্রতিনিধি:
রাজশাহীর বাঘা উপজেলায় বন্যপ্রাণী ২০০ ঘুঘু বিক্রয়ের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা পালিয়ে যান। ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে বিক্রেতার পক্ষে পাখি কেনাকাটা করা আজাদ আলীসহ দুই ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা করে মোট দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (৬ আগস্ট) সন্ধ্যায় বাঘা বাজারে অবস্থিত আজাদ পোল্ট্রি ফার্মে ৯টি খাঁচায় রাখা ২০০ ঘুঘু বিক্রয়ের জন্য আসেন এক বহিরাগত ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে উপস্থিত হন উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আখতার, সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতান ডলি ও সঙ্গীয় পুলিশ।
প্রশাসনের উপস্থিতি টের পেয়ে বিক্রেতা ঘুঘু পাখিগুলো রেখে পালিয়ে গেলে বিপাকে পড়েন আজাদ আলী। ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঁচ হাজার টাকা জরিমানা করেন এবং সকল পাখিকে উপস্থিত জনতার সামনে অবমুক্ত করেন। এতে প্রশাসনের প্রতি স্থানীয়রা কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা নির্বাহী অফিসার শাম্মি আখতার বলেন, “বন্যপ্রাণী শিকার ও বিক্রি আইনত দণ্ডনীয় অপরাধ। ১৯৭৪ সালের বন্যপ্রাণী রক্ষা আইন এবং ২০১২ সালের বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে এক বছরের কারাদণ্ড এবং এক লাখ টাকা জরিমানার বিধান রয়েছে। অপরাধ পুনরাবৃত্তিতে শাস্তি দ্বিগুণ হতে পারে।”
তিনি আরও জানান, “পাখি বিক্রেতার পালানোর কারণে মানবিক বিবেচনায় পোল্ট্রি ফার্ম মালিক আজাদ আলীসহ দুই ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী পাঁচ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এছাড়া বাজারের সকল হাঁস-মুরগি ব্যবসায়ীদের পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা ও পাখি ক্রয়-বিক্রয় বিষয়ে সতর্ক করা হয়েছে।”
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.