উজ্জ্বল কুমার জেলা প্রতিনিধি নওগাঁঃ
নওগাঁর মহাদেবপুরে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বিজয়ের বর্ষপূর্তি।বুধবার (৬আগস্ট) বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে এক বর্ণাঢ্য বিজয় মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে হাজার, হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন,
বিজয় মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব, পারভেজ আরেফিন সিদ্দিকী জনি,একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ৪৮-নওগাঁ-৩ (মহাদেবপুর,বদলগাছি)
সভাপতিত্ব করেন,আব্দুস সাত্তার নান্নু সাবেক উপজেলা চেয়ারম্যান,
সঞ্চালনায় ছিলেন,আমিনুল ইসলাম
সিনিয়র যুগ্ন আহবায়ক,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,
শহিদুল ইসলাম সাগর, আলহাজ্ব আক্কাস আলী,আবুল কালাম আজাদ (স্বপন)
মোঃ দুলাল হোসেন, মোজাফফর রহমান,আলহাজ্ব আফান,ইফতে খারুল আলম ইপু,মর্জিনা আক্তার,সেকেন্দার আলী,জাহাঙ্গীর আলম,রিপন মাহমুদ, মিজানুর রহমান,আতিকুর রহমান
১০ নাম্বার ভীমপুর ইউনিয়নের পর পর তৃতীয় রারের বিজয়ী চেয়ারম্যান রাম ভদ্র, হাতুড় ইউনিয়নের চেয়ারম্যান এনামুল হক, আকাশ,টিক্কা, নিশান, শামিম,রোকন প্রমুখ৷
নওগাঁ ৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির শাখার মনোনীত প্রার্থী,মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি বলেন,"জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান আমাদের স্বৈরাচারবিরোধী আন্দোলনের গৌরবোজ্জ্বল ইতিহাস।
শহীদদের রক্তের বিনিময়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল,আজ তা আবার হুমকির মুখে।এ সময় বিএনপি,যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল তাঁতি দল,শ্রমিক দল,সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মিছিলে অংশগ্রহণকারীরা গণতন্ত্র পুনরুদ্ধার ও নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানের দাবি জানান
সম্পাদক ও প্রকাশক: মো: বিল্লাল হোসেন
www.e.bdprotidinkhabor.com
Copyright © 2025 বাংলাদেশ প্রতিদিন খবর. All rights reserved.